সরীসৃপ

 

এগারো,,
এভাবে উদ্দামের আকাশ ও গাছের সাথে এক হয়ে যাওয়ার গল্প ছটফটে।
ছটফটে বিশোর্ধ্ব যুবক
অথবা ছটফটে গাছের ঝরঝরে শেকড়।

“বারো”
খুলে দেয়া রজার মত দখিনা মানস অস্হির পরিজন অথবা উচ্চ মাধ্যমিক বইয়ের মাঝখানে মাথা গুজে ঘুম।

“তেরো”
খাতা কলম আর বুক সেল্ফের পাশ কাটিয়ে কোন রকমে কাগজ ধরা অথবা কলমে কালি নেই।
ভোগাস মানে সাতরঙীন কল্পনা আর অধঃপতনের তেরো।

“চৌদ্দ”
বিড়ালের লোম ছড়ানো চোখের আকুতি অথবা কাঁধের দু একটা হাড়হীন অনুভুতি আর ভোগাস উচ্চাশা।

“পনেরো”
ভোগাস স্বপ্ন অতিক্রম আর হেঁটে যায় সামনে অথবা পেছনে গা ঘেসানো অনেক পথ খুঁজতে খুঁজতে গর্তে ঝাপ আর তাই তো।

“ষোল”
এভাবে মাটি আর পানির অতলে অথবা বুকে হেঁটে যায় সরীসৃপ।হাত ছিলো না আর পা নেই।ভোগাস ভুলে আপন মনে আবারো খুঁজে ফেরা ভোগাস।ভোগাস নেই হয়তো সরীসৃপ আর সত্যিই তো।

 

0.00 avg. rating (0% score) - 0 votes