হৃদয় তোমার জাগ্রত করো

হৃদয় তোমার জাগ্রত করো
ভালবাসা জাগাও অন্তরে ,
দুঃখে যাদের জীবন গড়া
তাদেরে লও আপন করে ।

যেটুকু আছে দুঃখ বেদনা
আছে যন্ত্রনাময় হাহাকার ,
সবটুকু ধুয়ে মুছে হৃদয়ে
বেঝে উঠুক আনন্দ ঝংকার ।

বিপদে হাত বাড়লেই যদি
নিউনা কভু তা ফিরিয়ে ,
পাশেই যখন থাকবে ভেবেছো
প্রেম দিয়ে মনটা দাও ভরিয়ে ।

0.00 avg. rating (0% score) - 0 votes