দ্বিধা দ্বন্ধ

এখনি নয় একটু পরে ,
এখন কোন কথা নয় একটু পরে ;
এ সময় তুমি আসবে কাছে ?
না না না একটু পরে ।
আমি আসলে এরকমই ,
সবসময় দো টানায় থাকি ;
স্বার্থহীন হবো ভালবাসায় , পারিনা ;
জানিনা কেন নিজেকে গুটিয়ে রাখি ।
ইচ্ছে হয় প্রেম করি দ্বিধাহীন চিত্তে,
পারিনা, প্রিয়ার চোখে চোখ পড়লেই
আমি সম্মোহিত হই ,বড় বেশী উতলা হই ;
দো টানায় পড়ে যাই ।
আজও আমায় বোঝলোনা কেউ
পাশে আমার আসলোনা কেউ
সবাই বলে আমি আত্মভোলা
আমি জানি আমি কেমন পোলা ।
প্রিয়ার চোখে জল দেখলে
অন্তরে আমার আগুন জ্বলে ,
উদাস নয়নে চাইলে প্রিয়া
আমি মোমের মত যাই গলে ।
দ্বিধা দ্বন্ধে মনটা আমার
বড়ই বেশামাল ,
বন্ধুরা তাই কোরাস ধরে
সামাল সামাল ।

0.00 avg. rating (0% score) - 0 votes