অশোকের সুখ

অশোকের সুখ
লেখাঃ অনিক শিকদার

স্বপ্ন গুলো তোমার সফল হোক,
তোমার আকাশ রঙিন থাকুক,
সফলতা তোমার পিছু ছুটে আসুক।

ঘোলা জলে অঞ্জলি দিয়ে যাই,
তবুও সবাই সুখে থাকুক।
মোর আকাশে ঝড়ের হানাহানি
ভাঙা তরী আরোও ডুবুক।
তোমার আকাশে অমাবস্যাই
শত তারার ফুল ফুটুক।

তব কাননে নব ভ্রমর আসুক,
অমৃত ঘ্রাণে জগৎ মেতে উঠুক,
অচেতন মালী কিছুই না জানুক।

আমি মেঘের দেশে চিঠি পাঠাই,
মোর ব্যথা শুধু মেঘে জানুক।
তোর মেঘকালো চুলের খোঁপায়
আমার দুঃখ জমা থাকুক।
সার বিশ্ব তোর হাতে দিলাম
আমি হলাম রাজ্যহারা অশোক।

২০ ভাদ্র ১৪২৫
নারায়ণগঞ্জ

0.00 avg. rating (0% score) - 0 votes