বাংলা ভাষা

অনেক কথা বলব মুখে
চলতে ফিরতে গাইব গলায় গান,
আমার সুরে ভেজা কন্ঠে
সুরের সাথে দেব মিশে টান,

সেতো আমার বঙ্গ কথন
ইচ্ছের পড়ার লেখা কলম ঘুরে,
শিশু কালের বানান মতন
আঁচলে মা বাংলা মিশে জুড়ে,

কতো কথা শুনি কানে
মজুর কৃষক গুনির কথার পানে,
গীতি সুরে গানের সুরে,
দেশ বিদেশে স্মরণ প্রণয় সম্মান।

হাজার রঙে বুলির ছলে
চিটাগাইঙ্গা নোয়াখাইলা তাল,

আরো কতো বরিশাইলা
ঢাকার ঠেলা ঢঙের বাহার গাল।

সে,যে আমার গল্প কথার,
না ফুরানো রসের গাঁথা, উত্থান!
হাজার রকম মনের ঘেরা
মা জননীর প্রাণো হৃদয় প্রস্থান।

বিন ভাষা নয় চীন ভাষা নয়
আমার প্রথম শেখার মুখের ভাষা
সেযে আমার মাতৃভূমির
আমার মায়ের প্রিয় বাংলা ভাষা।

0.00 avg. rating (0% score) - 0 votes