সেপ্টেম্বর মাস

আজকের দিনটি শুরু হলো ইচ্ছে মতো
যেমনই করে ভোরের সূর্য্য উঠছে,
ইচ্ছে মতোন ইচ্ছেরা সব গেলো চলে
আমাকে না বলে গেলো জুটছে।

বাংলা মাস নয় সেপ্টম্বর মাস
কানের কানে কথার কথায় বলে গেলো আমায়,
এই মাসে মোর হাসি মুছে বেদনার শোক
বুকে পাথর হাসতে গিয়ে থামায়।

চোখের সামনে ভেসে উঠে অতিতেই এক
নৌকা ভাসে কাল বৈশাখী ঝর,
সেই তুফানে ঘর ভেঙেছে করেনি মাপ
চোখের মায়ার স্বজন প্রীতি তর।

এই মাসে মোর জন্ম ভুষন ভৃ পৃষ্ঠের চোখ
অলক কীর্তন ভাগ্য নামক দেখার,
এই মাসেরেই নতুন স্বপন বীজপত্র হায়
স্বপ্ন স্বপ্নিল হাত সোপানেই বোনার।

আজকের মাসে শুনছি হাজার
উৎপুলক কের হৃদয় ভরাট হাসি উম্মাদ সুসংবাদ,
এই মাসেরেই তেমনি করে করে গেছে
বুক ভরিয়ে চোখ কাঁদিয়ে বরবাদ।

এমোনো মাস এসছে কুলের
আমাদের হায় বৃষ্টি ঝরার দিনটি যাহার ফিরে,
কুলখানিতে মাতছে সকল অশ্রুর ঝরার
একটি ভাইয়ের মৃত্যু শোকে, বিনয় বিলাপ ঘিরে।

সেপ্টম্বর দিন কেড়ে নিছে অচিন মানুষ নিজের লাগি
চোখের পিছির মুছে নিছে অধিকার,
পাক্কা পটু দেখতে তেমন সাদা মানুষ
প্রতারকি ভন্ড মনেই স্বাধিকার।

এমন মাসে ভেঙ্গে গেছে দেহের বসত
হারায় গেছে পথ চলারেই ভরসা,
এমোনো দিন চোখের মাঝে ,
কালোর এক দাগ পরে গেছে
চোখের কোটায় সরসা।

এই মাসে মোর হাত ভেঙেছে
পা ভেঙেছে পথের অলি মৃণ্ময় ডুবার তলে।
সেপ্টম্বর মা, চলে গেছে বাঁধন কেটে
নাফেরার দেশ অশ্রু সিক্ত জলে।

এমনো বৃষ্টি ঝরার কোনো
একদিন গেছে আমাদের হয়,
ঘর করেছে খালি দুয়ার পরিবার যার
শোকের মাতম চলায় ফালি ফালি।

এমন দিনের কোনো বারে মোদের দুয়ার
করছে হৃদয় চিত্ত হয়ছে ক্ষতো,
চিরোদিন যে আমাদের হায়
আদর সোহাগ দুঃখে সুখে
রেখেছ হৃদয় যতো।

এমন মাসে হারিয়ে তার জীবন নদীর
খেই হারিয়ে যাওয়া,
জীবন মানে জীবনের কাছে জীবনের রস
পাওয়া।

0.00 avg. rating (0% score) - 0 votes