চলো সঙ্গে

ছিলাম কবে তোর,,
খাটালামনা জোর,,
তবু একলা ভাসি,,,
মনে পড়ে হাসি।

কেমন তোরই রাগ
ভাল লাগে থাক,,
সেকাল চলে যাক,,
বেবাকে না পাক,
অনুরাগের রাগ।
তোরই হাসির ভাগ।

কি বলেছি আমি,
নইতো বেশি দামি।
মনে পরে নাকি,
সবটাই দিছো ফাঁকি

বুঝো নাই তো বুঝি,
নাহ্ তোমাকে খুঁজি।
জানি আমি জানি,
কেমনে হলো এমনি
তোমার কাছে আমি
চিনছ আমার তামি,

বললাম কেমন বলো,
কোনসে পথে চলো,

কে আছে আর বলো
এবার সঙ্গে চলো।

0.00 avg. rating (0% score) - 0 votes