ভাবনা-৩

ভাবনা–3
লীনা দাস(4/4/17)

মাধবী;আষাঢ়ের প্রথম বৃষ্টির মতো তুই।
তোর বুকে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে
হয়!

চুমু খাওয়ার মতো মিষ্টি করে
একবার বল আ——চ্ছা!
সুগন্ধী মেশানো ভালবাসার শিলমোহর আ———-চ্ছা!
একবার বল ভালবাসি—-

রাতে শোবার কালে হলুদবসন্ত
বাতাস
আমার বারান্দার গ্রীলের মাধবী-
লতায় যখন দোল দিয়ে যাবে;
আমার মনে ঢেউ তুলে উত্তরে
যাবার পথ খুঁজবে,

আমি তখন টাটা-বিড়লার সমান,
আমির বাদশাহীর মতো আরামে,
আবেশে তোর চিকন গোলাপী
ঠোঁটে বলা আ——চ্ছা,রিন্ রিন্
শব্দ তুলবে আমি ঘুমিয়ে পড়ব।

0.00 avg. rating (0% score) - 0 votes