আয়না []এ কে এম আব্দুল্লাহ[]

ভাঙ্গা আয়নার ওপর
দাঁড়ানো সময়
আয়নাফ্যাক্টরিতে জমা হচ্ছে অভিশাপ
আমাদের হাত ফসকে
পড়ে যাচ্ছে জীবন

এখন ভাঙ্গা আয়নার ভেতর
জীবন আর প্রতিবিম্ব মুখোমুখি

  • ২৫ -০৬ – ২০১৮
0.00 avg. rating (0% score) - 0 votes