পিছুটান । আকিল আশরাফুল
এই স্নিগ্ধ সকাল, রোদ্দুর বিকেল, তোমাকে ঘিরে,
আবছা আলোয় তোমাকে নিয়ে ভাবি, আসবে কি ফিরে ?
সিগারেটের ধোয়ার মত দিনগুলি যাচ্ছে পেরিয়ে,
পারবে কি দিতে আমায়, সেই হারানো দিনগুলি ফিরিয়ে ?
আড়চোখে তাকিয়ে ছিলাম তোমার দিকে, করেছি তোমার পিছুটান,
বৃষ্টি ভেজা সেই বিকেলে নিয়ে ধরেছিলাম ছত্রখান ।
মনে কি পরে ? তোমায় নিয়ে লিখেছিলাম এক প্রেমের গান,
আজকের এই দিনেই হয়েছিলো আমাদের সেই সম্পর্কের অবসান ।
ভালবাসার অন্তরালে সুখস্বর্গের নিরালায় এক বিশাল বড় ঢেউ,
নির্জন নগরীতে তুমি আমি ছাড়া সেতো বুঝবে না আর কেও ।
হারিয়ে গেছে সব, হারাবেনা কখনো তুমি,
আমার স্মৃতির ডায়েরির পাতায় খুঁজে পাবো তোমায়, চোখ বুলোলেই আমি ।