সকালে সোনার রবি নদীঘাটে ওঠে,
নদীকূলে দুইধারে কাশফুল ফোটে।
শরতের আকাশেতে সাদা মেঘ ভাসে,
নদীঘাটে বোঝা নিয়ে যাত্রীদল আসে।
আনমনে মাঝিভাই ভাটিয়ালি গায়,
মাল্লারা নৌকায় বসি মাদল বাজায়।
শাল পিয়ালের বনে বাঁশি সুর ভাসে,
দল বেঁধে শালিকেরা নদীচরে আসে।
ক্রমেক্রমে বেলা বাড়ে নদী কিনারায়,
বধূরা কলসি কাঁখে জল নিয়ে যায়।
কেহবা গামছা পরে দিতেছে সাঁতার,
কে পারে ওপারে যেতে সাধ্য আছে কার?
স্নান সেরে ঘরে ফেরে বধূরা যখন,
পিছে পিছে হাঁটে সব শিশুরা তখন।
বেলা যেই আসে পড়ে অজয়ের ঘাটে,
পাখিরা বাসার ফেরে সূর্য বসে পাটে।