পাখির কথা
লেখাঃ অনিক শিকদার
অবিশ্বাসের মুক্ত আকাশ ছেড়ে
যখন নীড়ে ফিরে আসি,
তখনও রুদ্র নামক সন্ধেহের গন্ধটা
আমার পালকের ভাঁজে ভাঁজে।
শত সহস্রবার ডানা ঝাপটিয়ে
ঝরা পালকের বিসর্জন মালা গাঁথি,
তখনও বিরহ নামক রক্তের কণায়
আমার নিথর শরীরটা ভেজে।
কত রাত কেটে যায় একলা পথিক পাখির
কে রাখে কার খবর, ভেঙেছে কার নীড়।
৫ ভাদ্র ১৪২৫
নারায়ণগঞ্জ