(উৎসর্গঃ ফিদেল কাস্ত্রো)
আমি নেই
এর মানে এই নয়
আমার রাইফেলটিও নেই।
সময়ের অভিজ্ঞানে
তোমাদের মধ্যে কেউ একজন
আমার রাইফেলটি
কাঁধে তুলে নিবে আবার।
আমি নেই
এর মানে এই নয়
আমার রাইফেলটিও নেই।
সময়ের প্রয়োজনে
কোন এক কমরেডের হাতে
আমার রাইফেলটি
একদিন গর্জে উঠবে দুর্নিবার।
আমার রাইফেলটি
আবার নিশ্চয় অগ্নি ঝরাবে
আরেকটি বিপ্লবের জন্যে।