আলোকিত দিনের খুঁজে চলমান সময় ঘড়ি
চলার পথে থমকে দাড়ায় পুরোযায়ী পথিক,
খেলে যায় কাঙ্খিত পুলিনে জোয়ার বেরশিক।
আজ আর এখানে নেই কোন প্রাণের উতরোল
বিশাল নিলাম্বুর বুকে তৃঞ্চার্ত নাবিকের চিৎকার,
চারিদিকে থৈ থৈ নীল জল অপেয় দূর্বিপাক।
এখানে ভালবাসায় ফরমালিনের নগ্ন আক্রমন
স্বেচ্ছা নির্বাসনের মতো ভয়ঙ্কর পথ পরিকীর্ণ,
পাঁশকুড়ের পাশে শান্তির ভরশায় জানাকীর্ণ।
পরান্নজীবীর নির্লজ্জ পায়চারী দিকবিদিক
সদ্য ধর্ষিত অলংকৃতবসনা রমনীর আর্তনাদে
শুধুই আকাশ কাঁপায় কোন যৌবনের প্রতিদানে?