অবিস্ফুরিত বিদ্রোহ!!

আর কত নির্জলা মিথ্যা প্রতিশ্রুতি?

আঘাতে আঘাতে ন্যুব্জ আধমরা নিথর দেহে
এখন আর নেই প্রতিরোধের এতটুকু শক্তি।
স্বেচ্ছা পরাভবে আর কত যাতনা
বাঁচার স্বাধীনতা না থাক অন্ততঃ শান্তিমৃত্যু
নিয়ে এই কৈতবের শেষ কখনো কি হবে না?
নিদ্রালু চোখে স্বপ্নের বলিদান
পুরো দেহে ছড়িয়ে পড়া ক্যানসার নিয়ে বৃথাই
উতারের দোষ খুঁজা, কিছুতেই নাই পরিত্রাণ।
ধর্যের সীমানায় নবোদ্ভিন্ন বিদ্রোহ
দীপ্ত সংশপ্তক, পিছন হঠার পথ অবরোদ্ধ আজ
বিস্ফুরণ সময়ের অপেক্ষা, অবেলায় ভাঙ্গবে স্বপ্নমোহ
0.00 avg. rating (0% score) - 0 votes