রাজত্ব

রাজত্ব
লেখাঃ অনিক শিকদার

আমি যদি একটা রাজ্য হয়
তুমি সেই রাজ্যের দার্শনিক রাণী!
প্লেটো আচমকা বলে বসবেন
আমি সাম্যবাদ বলেছিলাম, প্রেমবাদ বলিনি।
আমি যদি শ্রাবণধারা হয়
তুমি সেই মেঘে ঢাকা সূর্যমণি।
মেঘ হয়তো বলে বসবে
আমি স্বভাবজাত ক্ষণস্থায়ী, দোষ তো করিনি।
আমি যদি বাংলার কৃষক হয়
তুমি হবে আমার লাল টুকটুক কৃষাণী।
রোদে পুড়ে ধান শুকাবে
আমিই মুক্তোদানা ঘাম মুছে দিব, মানা তো করিনি।

৭ শ্রাবণ ১৪২৫
নারায়ণগঞ্জ

0.00 avg. rating (0% score) - 0 votes