চন্দ্রাননী by Anik

চন্দ্রাননী
লেখাঃ অনিক শিকদার

আরেকটা জোছনাকুমারী ফুল,
আমার গা ঘেঁষে জেগে আছে।
মেঘেরা সব জলদ-পাখনা মেলে
পরীর দেশে হারিয়েছে ভেসে ভেসে।
চারিদিক ধু ধু হাহাকার – তবুও আমি নির্ভয়!
সাদা বকের দল বাঁশঝাড়ে ঘুমিয়ে
জোনাকিরা ক্লান্তির গানে মজেছে,
শুধু আমিই পারিনি আঁখি বুজিতে।

জানালা খুলে অপলক চেয়েছিলাম
খোলতাই কলঙ্কিনীর দিকে।
সব কলঙ্ক আমার গায়ে ঢেলে দিয়ে
সে হয়ে যায় আরো উজ্জ্বলতম।
এতো উজ্জ্বল আলো – তবুও চোখ না ধাঁধায় !
বহুকালব্যাপী জগৎ সংসারাসক্ত আমি
ভোররাতে জেনেছিলাম,
আমিও একদিন পূর্ব জন্মে সূর্য ছিলাম।

১ শ্রাবণ ১৪২৫
নারায়ণগঞ্জ

0.00 avg. rating (0% score) - 0 votes