আমার কান্না গুলো by Anik

আমার কান্না গুলো
লেখাঃ অনিক শিকদার

আমার কান্না গুলো
আঁধারের ঘোড়ায় চেপে হারিয়ে যায় অচিনপুরে।
আমার কান্না গুলো
বৃষ্টিধারা হয়ে শ্রাবণে ঝরে ঝরে পরে।
আমার কান্না গুলো
বনের পাখিরডাকে ঘর ছেড়ে বেরিয়ে পরে।

আমার কান্না গুলো
মেঘনা-যমুনা একাকার করে দু-কূল ভাসিয়ে চলে।
আমার কান্না গুলো
চাঁদ-তারার অভিমানে নিশিভোর একলা চলে।
আমার কান্না গুলো
বটের লতা হয়ে অবিরাম চিবুকে দোলে।

আমার কান্না গুলো
রাজপথে গড়াগড়ি দিয়ে ধূলায় মিশে।
আমার কান্না গুলো
গ্লানির যাঁতাকলে অনাদরে মরছে পিষে।
আমার কান্না গুলো
তোমার খুঁজে ঘরছাড়া এক নিমিষে।

২ শ্রাবণ ১৪২৫
নারায়ণগঞ্জ

0.00 avg. rating (0% score) - 0 votes