মনকে কি করে বুঝাই বল

মনকে কি করে বুঝাই বল  ।।। শফিক তপন

মন খুঁজে মনের মত মন 

মনের মত মন পাওয়া এতই সহজ নয়,

মনের মত মন না পেলে 

জনম ভর জ্বলে পুড়ে নি:শেষ হতে হয় । 

 

মনে মোর রড় সাধ ছিল 

প্রিয়াকে সাজাব নিজের মনের মত করে,

নিজের মত করেই গড়ব 

সে আশায় রইলাম সারাটি জীবন ধরে ।

 

জোছনা মেখে দেব গায় 

আঁচলটি বিছিয়ে শোব নিঝুম নিরালায়,

মোদির আখি পানে চেয়ে 

ছন্দ রচিব কবিতার প্রতি পাতায় পাতায় ।  

 

আমার কবিতার ছন্দে  

সে তার দেহ মন প্রাণ যদি দিত বিলিয়ে, 

আমি তার সর্বাঙে ঘুরে 

তারই সর্বস্ব বুঝে নিতাম খুঁজে মিলিয়ে । 

 

ওগো বেলাযে বয়ে যায়

মনেরই মত মন পেলাম না আজও হায়,

প্রতিক্ষণ নিষ্পেষিত হই 

আমার সোনালী স্বপ্নের তরী ভেসে যায় ।  

 

মনকে কি করেযে বুঝাই 

সেতো আজ মোর কোন কথাই না মানে,

চোখের জলে বুক ভাসাই 

মন শুধু চেয়েই থাকে আমার মুখ পানে । 

——————-

১৫ই জুলাই ২০১৮ইং 

0.00 avg. rating (0% score) - 0 votes

One thought on “মনকে কি করে বুঝাই বল

Comments are closed.