অচিন দেশে by Anik

অচিন দেশে
লেখাঃ অনিক শিকদার

অচিন দেশে যাওরে পাখি
নরম ডালে বইয়ো
আমার শ্যামরে পাও গো যদি
ব্যথায় মরি কইয়ো।

সাগর নদী দিয়াগো পাড়ি
যাইয়ো বন্ধুর বাড়ি
এই তারিখে না আসিলে
তাহার সাথে আড়ি।

না জানাইয়ো সকল ব্যথা
খানিক রাইখা বাকি
কইয়ো পন্থের পানে চাইয়া
শুকাইলাম দুই আঁখি।

ঘাটের পানে চাইয়া গো বন্ধু
গালে বাহাই নদী
কলসি গলায় ডুইবা মরবো
নাইবা আসো যদি।

৩১ আষাঢ় ১৪২৫
নারায়ণগঞ্জ

0.00 avg. rating (0% score) - 0 votes