আজ তুমি নাই বলে ।।। শফিক তপন
কি করে বুঝাই বল
আমি তোমায় কতটুকু বেসেছিলাম ভালো,
মোর বুকের ভিতর
সদা ঝলমল করত তোমার প্রেমের আলো ।
আজ তুমি নাই বলে
মনেরই কষ্টে এই বুক ভাসে নয়নের জলে,
পারিনি নিজেকে ধরে
রাখতে তোমার ঐ রাঙা শাড়ীর আঁচলে ।
যাকে পেলামনা কাছে
তাকে বুকের এ পিন্জর খুলে ছেড়ে দিলাম,
না পাওয়ার যন্ত্রনায়
জ্বলে পুড়ে সকল ব্যথা বুক পেতে নিলাম ।
যেথা থাকো যত দূরে
ভালো থেকো তুমি সকল আনন্দের ভীরে,
নিজের প্রতি যত্ন নিও
পৃথিবীর সুখ ও শান্তি রাখুক তোমায় ঘিরে ।
যদি আবার হয় দেখা
একদিন আমার কাছে সত্যিই আসো ফিরে,
রবে মোর দুচোখ ঘিরে
দৃষ্টির সীমানায় মোর এমধুময় স্বপ্নের তীরে ।
———————
১৩ই জুলাই ২০১৮ইং
…….
ভালোবেসেছি,ভালোবাসি ভালোবাসব চিরকাল