আকাশ-পাতাল ভাবনাগুলো
ডানে-বামে চলমান,
চরাই-উৎরাই বাঁধ মানে না
আপন-পরায় দীপ্তমান।
আলো-আঁধার যায় পেরিয়ে
জলে-ডাঙ্গায় বসবাস,
হাসি-কান্নায় দোলায় সদা
সুখ-দুঃখের পরিহাস।
আশা-নিরাশার দোলাচলে
যাওয়া-আসা সবই সার,
উঠা-নামার এই খেলাতে
বিন্দু-সিন্ধুর মণিহার।
ভাঙ্গা-গড়ায় কাটছে সময়
রাত্রি-দিনের আভাসে,
শুরু-শেষের মহাকালে
উদয়-অস্তের এক খোলসে
।