আয় সখী

আয় না সখী বরষা রাতে
    উঠছে প্রেমের বান,
বাও বাতাসে আসছে ভেসে
     ভালবাসার গান।

আকাশ ছেয়ে হেঁটে হেঁটে
   ভাসবো মেঘের রথে,
বৃষ্টি ফোটায় ঝরবো ভূয়ে
    অপার সুখের পথে।

আয়  না সখী আমার সাথে
     গোপন অভিসারে,
বলবো  কিছু  মনের  কথা
     একলা চুপিসারে।

মেঘলা  দিনে  একলা  থাকিস
   আমায় যদি সঙ্গে রাখিস,
কাকভেজা   এই  অলস  দুপুর
সবটা তোকে দেবো জানিস!

আয়  না  সখী  আমার  কাছে
    কেন  থাকিস বন্ধ ঘরে,
শিউলি   ফুলে  পথ   সাজিয়ে
   নেব তোকে আপন করে।

0.00 avg. rating (0% score) - 0 votes