আমার মা

মায়ের মত আপনজন কেউ এ সংসারে নাই।
মায়ের স্নেহ ভালবাসা কোথায় গেলে পাই?
মায়ের স্নেহের দাম পারব না দিতে কোন দিন,
মার চরণ করলে পূজা, শোধ হবে না দূগ্ধ ঋণ।
মা ওগো মা, আমার জন্মদাত্রী, গর্ভধারিণী মা।
তুমি কেন একটিবার স্বর্গ থেকে চেয়ে দেখ না।
ছেলে বড় হয়েছে  যার কপালে দিতে রোজ টীকা,
মাটির ঘর ভেঙে গড়েছে সে আজ বিশাল অট্টালিকা।
হাতে গড়া তুলসীমঞ্চের তোমার সেই তুলসীগাছটা,
ক্ষোভে, দুঃখেঅভিমানে করেছে নিজেই আত্মহত্যা।
স্বপ্ন হয়েছে পুরণ, হয়েছে ছেলে আজ ইঞ্জিনীয়ার,
বাড়ি গাড়ি, টাকা পয়সা,  নাই কোন অভাব তার।
মায়ের অভাব পূর্ণ করো, এসো মাগো ফিরে।
তোমার লাগি আজও কাঁদি, ভাসি আঁখি নীরে।

0.00 avg. rating (0% score) - 0 votes