তুমি রয়েছ মম অন্তরে ।।।শফিক তপন
শুধু খুঁজি তাঁরে
আমি আজ হারিয়েছি যাঁরে,
সবই শূন্য লাগে
মন হারায় কোথাও বারেবারে ।
কেও ছিল মোর
হয়ত সে আছে আজও বুঝি,
এ মন চায় যাঁরে
আজও তাঁরে মনেমনে খুঁজি ।
কোথাও সে নেই
রাস্তা ঘাটে নেই কোন বন্দরে,
চোখ বুজে দেখি
সেযে রয়েছে আমার অন্তরে ।
সে রবে মম চিত্তে
শয়নে স্বপ্নে সবার অগোচরে,
হারালে আবারও
খুঁজে নেব দুই চোখ বন্ধ করে ।
——————
তুমি রয়েছ মম অন্তরে ।।।
শফিক তপন
৬ই জুলাই ২০১৮ইং