আষাঢ়ে আজ বৃষ্টি ঝরে অজয়ে এল বান,
নদীর কূলে মাল্লারা সব ধরেছে আজ গান।
বৃষ্টি ঝরিছে আজি রিমি ঝিমি,
কালোমেঘের বুকে সৌদামিনি
উজলিল আলোক একটু-খানি
আকুল করে পরাণ,
অজয়ের ঘোলা জলে ভাসিছে গোটা গ্রাম;
আষাঢ়ে আজ বৃষ্টি ঝরে অজয়ে এল বান।
কালো মেঘে আকাশ ঢাকা মেঘের গর্জন
ঝম ঝমা ঝম বৃষ্টি ঝরে প্রবল বরিষণ।
বাউল বাতাস ছিঁড়েছে পাল,
শক্ত হাতে ধরে মাঝি হাল,
নেমেছে বৃষ্টি সকাল সকাল
বায়ু বহে শন্ শন্ ।
কালো মেঘ এসে অবশেষে ঢেকে দিল গগন;
ঝরিছে বাদল যেয়ো নাকো বাহিরেতে এখন।
মুষলধারে ঝরিছে বৃষ্টি থামে না বাদল আজ,
কড়কড় রবে কোথায় যেন পড়িল ভীষণ বাজ।
নদীর কূলে নাইকো কেউ
জোয়ার বানে প্রবল ঢেউ,
আজি প্রবল বর্ষণ দিনেও
বান ডেকেছে নদীমাঝ।
যায়নি খেতে চাষীরা, আছে পড়ে খেতের কাজ;
দূরের আকাশে চেয়ে দেখি কালো মেঘের সাজ।
ঐ শোনো শোনো ওপারেতে নামিল বৃষ্টি জোরে,
সূর্য আজিকে যায়নিকো দেখা সারাটি দিন ধরে।
অজয় নদে বান এসেছে,
নদীর দুই কূল ভেঙেছে,
গাঁয়ের পথে জল জমেছে
বাহিরে যাই কেমন করে?
বাহিরে বৃষ্টি অঝোর ধারায় দরদর ধারায় ঝরে,
অফিস কামাই আছি বসে বাতায়ন পাশে ঘরে।