আমার গাঁয়ে পথের বাঁয়ে

 

আমার গাঁয়ে               পথের বাঁয়ে

ফুল ফোটে ফুলবাগে,

তরুর শাখে                পাখিরা ডাকে

হৃদয়ে পুলক জাগে।

 

পুকুর পাড়ে                বেড়ার ধারে

লাল হয়ে সূর্য ওঠে,

ফুলের বনে                আপন মনে

ফুলকলি সব ফোটে।

 

মাটির ঘরে                 মাচার পরে

মাধবী মালতী লতা,

অপরাজিতা                সবার মিতা

কানে কানে কয় কথা।

 

আমের গাছে              কোকিল নাচে

ডাকে কুহু কুহু স্বরে,

মধুর তানে               পাখির গানে

পরাণ পাগল করে।

 

আমার গাঁয়ে              সবুজ ছায়ে

চিত্তে জাগে নব আশা,

নদীর তটে               প্রাচীন বটে

পাখিরা বেঁধেছে বাসা।

 

নদীর ঘাটে               সাঁতার কাটে

পাড়ার ছেলের দল,

আপন বেগে              ধায় সবেগে

অজয় নদীর জল।

 

আমার গাঁয়ে             সবুজ ছায়ে

সুখে মোরা করি বাস,

গাঁয়ের মাটি              সুখের ঘাঁটি

সুখে থাকি বারো মাস।

0.00 avg. rating (0% score) - 0 votes