কবিতা দোষ আমার

বধূ বার ভেবে যে
প্রশ্ন উওর পাইনি।
আজ সে উওর আর খুজিনা ।
রাত আধার কথা
ভুলে যায় ভোর বেলা।
আমিও আজ তাই
কিছু মনে রাখিনা।
মরতে মেঘ জমে
আবার রোদ উঠে ।
একই আকাশ কত
রং বদলের খেলা।
যেমন রেখেছ তেমন আছি।
না কোন দোষ নেই ।
কারও সকলই আমার দোষ ।
কিছু বলিবার নেই বাকি।
কিছু চাওয়ার নেই আজ।
স্বপ্ন দেখি না ।
না ভেবনা তোমার জন্য ।
দুখ আমায় বাসে ভাল
তাই রয়ে যায়।
তোমার আর দোষ কি ? বল।
দিতে হবে অনেক ঋন।
এখন কেবল ভোর।
আর ও কত পথ বাকি।
সে পথে না হয় হবে দেখা।
তোমার আমার এটুকু আসা
নিয়ে আছি বেচে।

0.00 avg. rating (0% score) - 0 votes