প্রার্থনা

শক্তি আমায় দাও গো প্রভু
এ জীবন ভার বহিবার,
শত কষ্টেও পারি যেন সদা
তব নাম সুধা জপিবার।

মনের আঁধার দাও মুছায়ে
ঘুচিয়ে দাও সব ভ্রান্তি,
তোমার নামের শান গাহিতে
থাকে না যেন কোন ক্লান্তি।

বুঝে না বুঝে হাজার ভুলে
তপ্ত আমার প্রাণ,
সুস্থ রাখিও এই মিনতি
গাইতে তব শান।

0.00 avg. rating (0% score) - 0 votes