কৈশোরের খেয়ালিপনায় যৌবনের টানাপোড়েন,
অনুশোচনার অগ্নিদাহে যাপিত জীবন
বাহির বলয়ের উত্তাপে অতীষ্ট।
যার তরে রোপন ফলবৃক্ষ, অভুক্ত থাকে সে!
ভোগ করে অন্য,
মানুষ কি মানুষের জন্য?
কৈশোরের খেয়ালিপনায় যৌবনের টানাপোড়েন,
অনুশোচনার অগ্নিদাহে যাপিত জীবন
বাহির বলয়ের উত্তাপে অতীষ্ট।
যার তরে রোপন ফলবৃক্ষ, অভুক্ত থাকে সে!
ভোগ করে অন্য,
মানুষ কি মানুষের জন্য?