দীনহীনে করে দান কিছু ধনবান
পুণ্যবান স্বচ্ছ মন খুব দয়াবান।
অভাবীরা যাহা পায় ঘরে নিয়ে যায়
খেয়েদেয়ে সব শেষ তবু শান্তি পায়।
ধারদেনা কিছু নাই হাসি মাখা মুখ
দিন আনে দিন খায় এই মনে সুখ।
এক ঘুমে রাত কাটে ভোরে উঠে ভাবে
মনে মনে পথ খুঁজে আজ কোথা যাবে।
মনে মনে ভাবে বসে একা নিরালায়
ধনী গরীব পার্থক্য জানে বিধাতায়।
প্রতিদিন কেবা আর করে মোরে দান
রোগ শোক যদি হয় যাবে বুঝি প্রাণ।
আমি বলি ধনবান হও আগুয়ান
নিত্য আয় খুলে দাও হবে মহিয়ান।
————————————-
বিঃ দ্রঃ
লোককথা
দরিদ্র মানুষকে মাছ কিনে দেওয়ার চেয়ে একটি মাছ ধরার জাল কিনে দেওয়া উত্তম।