বিচ্ছেদ জ্বালা বুঝবে কেবা
হৃদয় মাঝে রাখা,
প্রথম প্রেমের স্মৃতি কভু
যায় না ভুলে থাকা।
প্রেম বিরহের পোড়া দেহ
তুষের আগুন সম,
বন পুড়িলে সবাই দেখে
মনের অনল মম।
ব্যথার পাহাড় বক্ষ ভেদী
করুণ আঘাত হানে,
সর্পের দংশন যে শরীরে
যন্ত্রণা সে জানে!
জগৎ ভরা হাজার কষ্ট
সহজ মনে হয়,
কাছের মানুষ ব্যথা দিলে
মনেই গেঁথে রয়।