সমস্ত কিছুর শেষ হয় এ ভুবনে।
শুধু আমি আছি আজ অবধি।
ফুল ফুটিয়া ঝরে যায়
বেলা শেষে।
নয়নের আড়াল হলে ভুলে যায়।
সময় রে বাসে ভাল।
মানুষ রে নয়।
সমস্ত কিছুর শেষ হয় এ ভুবনে।
শুধু আমি আছি আজ অবধি।
ফুল ফুটিয়া ঝরে যায়
বেলা শেষে।
নয়নের আড়াল হলে ভুলে যায়।
সময় রে বাসে ভাল।
মানুষ রে নয়।