যাবেই যদি আমায় ছেড়ে মিছে কেন পিছুটান
অযথা আর নাই ঝরালে থেমে থেমে অশ্রুবাণ!
হৃদয় কোণে উঠলে ভেসে ভয় করোনা মিছে
আমার দাবী রইবে সদা নিজ বলয়ে পিছে।
তোমার পথের ধুলায় খুঁজি হর্ষ হৃদে যজ্ঞাদি
রোদন ভরা চিত্ত আমার যেমন ছিল আহ্লাদি।
সরিৎ বহে আপন সুখে উভয় কূলে অজানা
নির্ঝর বেয়ে পাড়ের কালি জমে জমে দুটানা।
ভাসবো জলে সিক্ত বসন উষর দেহ কামনা,
বিষাদ ক্লান্তি সকল ভ্রান্তি সুদূর মনোবাসনা।
আবার যদি মিলায় সখি, হৃদয়ের কোণে ভাসি,
চাইনা কিছু অনন্য প্রাপ্তি, দেখি যেন তব হাসি।
যতই তুমি যাওনা দূরে অচিন গহীন বনে
আমার স্মৃতি যেওনা ভুলে রাখিও হৃদয় কোণে।