ভাঙা নৌকা
লেখাঃ অনিক শিকদার
তোরা কে কে যাবি আয়
আমার পাল ছেঁড়া নৌকায়
মোরা বুক সাতারে পাড়ি দেব তেপান্তরের গায়।
মোরা স্বপ্ন আঁকি মাছের পাখায়
গল্প, বাঁধি তেতুল শাখায়
চল ছুটে যায় বাদলা দিনের মাতাল শীতল বায়।
মোরা পাগলা ঘোড়ায় স্বপ্ন হাঁকায়
হাতের তালুয় বিশ্ব নাচায়
মোদের ছুট দেখে খোদ তুফান ভয়ে বয়ে যায়।
তোরা কে কে যাবি আয়
আমার ভাঙা নৌকায়
মোরা বুক সাতারে পাড়ি দেব তেপান্তরের গায়।
১১ই আষাঢ় ১৪২৫
নারায়ণগঞ্জ