দমের দম্ভ

বুকের ভেতর আটকে থাকা
নিছক একটা দীর্ঘশ্বাস,
এইতো জীবন; ধরার বুকে
কয়েক দিনের বসবাস।
প্রতিক্ষণেই দীর্ঘশ্বাসটা
যেতে চেয়েও যায়না,
মাঝে মাঝে করে শুধু
চলে যাবার বায়না।
নিজে থেকে যেদিন যাবে
আটকানো কার সাধ্য,
এটাই সত্য চিরায়ত
সবাই মানতে বাধ্য।
অনিশ্চিত সে দমের দম্ভ
লাগে বড় হাস্যকর,
অনন্তকাল বল কোথায়
কে বেঁধেছে ঘর?
এই দুনিয়ায় সবাই থাকে
নিছক কটা দিন,
চল সবাই জীবন গড়ি
বিভেদ দম্ভ হীন।।

0.00 avg. rating (0% score) - 0 votes