তোমাকে চাই পাইবা না পাই।
তোমাকে চাই ভালবেসে।
নিশিথ রাতে ভোর আলোয়।
তোমাকে চাই ভালবেসে।
শিশির ভেজা ঘাসে তোমাকে চাই।
শ্রাবন ভেজা জলে তোমাকে চাই।
রৌদেলা বিকেলে তোমাকে চাই।
আমার অসুখের কাতর
দিনে তোমাকে চাই।
হাসি,কান্নায়, তোমাকে চাই।
এক কাপ চায়ের গানে তোমাকে চাই।
আমার কবিতায় তোমাকে চাই।
আমার নিদ্রায় সাথি
হয়ে তোমাকে চাই।
তোমাকে চাই আমার পথের সমস্ত টায়।
মরনের ওপারে তোমাকে চাই ভালবেসে।