সামনে চলো

হতাশ কেন?
সামনে চলো, জীবনটাতো নয় ছোট,
দীপ্ত পায়ে এগিয়ে চল, আঁধার কেটে ফের ছুট।
নাইবা যদি
নামলে জলে, কেমনে যাবে ডুব সাতারে,
হাঁটতে শিখে সব শিশুরা, ঘুরে দাড়ায় আছাড়ে।
সবই গেল
ভাবছ কেন? আকাশ-কুসুম পাথারে,
এক বারিষে নয় প্লাবন, এক রাত্রির আঁধারে।
সব ভুলে যাও
পুরানো ব্যথা, সুখটুকু নাও অন্তরে,
নতুন প্রাণে হও আগুয়ান, আপদগুলো না খুঁড়ে।

0.00 avg. rating (0% score) - 0 votes