বৃন্দাবনে রাধা কান্দে
লেখাঃ অনিক শিকদার
সুবাসে খুঁজিয়া লইব
আমার শ্যাম কালারে,
তাহার খুঁজে বেহুঁশ হইব
কাঁটা ঘা লইয়ে পায়ে।
ঐ স্বাদের বৃন্দাবনে।।
তুমি যদি কাজল হও হে
রাখিতাম নয়নে,
জলের ছলে যমুনাতে
হেরিতাম তোমারে।
ঐ স্বাদের বৃন্দাবনে।।
আসলা না শ্যাম পূর্ণ চাঁদে
বিরহ ঘুচাইতে,
কোন রাধিকার লতার আগা
ভাঙিলা কাল রাতে?
ঐ স্বাদের বৃন্দাবনে।।
দেখার যদি ইচ্ছা জাগে
নিশান রাখছি কালে,
শুকনো পাতায় রক্ত লাল-
শাড়ির আচল ডালে।
ঐ স্বাদের বৃন্দাবনে।।
১ আষাঢ় ১৪২৫
সোহাগপুর