তোমার হৃদয়ে বেধেছিলাম ঘর
থাকিব যতনে আমি নিরন্তর
সে ঘর আজ দখল করেছে
পাশের বাড়ির কেউ।
ভগ্নহৃদয়ে এসেছিল প্রিয়া
পুষেছি তাহারে প্রান-মন দিয়া
ভবের বাজারে বেচে দিয়ে প্রেম
পালিয়ে গিয়েছে সেও।
তোমার হৃদয়ে বেধেছিলাম ঘর
থাকিব যতনে আমি নিরন্তর
সে ঘর আজ দখল করেছে
পাশের বাড়ির কেউ।
ভগ্নহৃদয়ে এসেছিল প্রিয়া
পুষেছি তাহারে প্রান-মন দিয়া
ভবের বাজারে বেচে দিয়ে প্রেম
পালিয়ে গিয়েছে সেও।