কে সে?

কে সে মহান,
কার হাতে সৃজিল
দুনিয়া-আসমান?
কে সৃজিল চন্দ্র-সূর্য্য
তামাম সামান?
কে বানাল সাগর-নদী,
বিশাল পাহাড়?
কে রচিল প্রাণ-মন,
প্রেমের আধার?
কে আনিল আলো-আঁধার
শুন্যের পর?
কে সে মহান প্রভূ,
নিপুন কারিগর?

0.00 avg. rating (0% score) - 0 votes