এবার ঈদে

 

এবার আমার ঈদটা হবে
সবহারাদের সাথে,
সকাল দুপুর সন্ধ্যা কাটিয়ে
ফিরব বাড়ি রাতে।
কিছু যদি দিতে নাইবা পারি
ভালোবাসা দেবো হাতে,
সমাজের ওই নিচুতলাবাসী
খুশি হয় যদি তাতে।
সস্তা জামায় কাটাবো নাহয়
বছরের একদিন,
তাইবলে কি ছোটো হয়ে যাবো?
বলবে কি কেউ হীন?

0.00 avg. rating (0% score) - 0 votes