আমি বিদ্রোহী

বিদ্রোহের অনল বুকেতে চাঁপিয়া
আমি বিদ্রাহী কবি,
তোমরা ভাবিছ আমি বুঝি পাগল
প্রলাপ বকেছি সবি।

আরে-
আমিতু চেয়েছি তোমরা কেহ
তুলে নিবে তরবারী,
বিদ্রোহ শুধু নহে পাগলামী, ওরে
তুমি জাতির কান্ডারী।

আমিতু চেয়েছি তোমার রক্তে
বারুদ মিশিয়ে দিতে,
জীবনবাজীর মহান রণে
তুমি যাও যেন জিতে।

0.00 avg. rating (0% score) - 0 votes