আমি ঠিকমতো নিশ্বাস নিতে পারছিনা, এমন হয়নি কোনদিন,
আলভিওলাসগুলো ক্ষীণ হয়ে আচ্ছে দিন দিন।
বুকের বামদিকটা ভীষণ চিন চিন করছে,
মেরুদেশীয় অনেকটা অচল হয়ে পড়েছে।
চোখ দিয়ে যা দেখি সবকিছু ঝাপসা লাগে,
শব্দগুলোর আওয়াজ কম কম লাগে কর্ণ ভাগে।
পাকস্থলীটা খাবার পরিপাকে অমনোযোগী,
দাঁত যে কটা আছে,তা নিয়ে আজ আমি ভুক্তভোগী।
মাথার চুলগুলো উঠে শেষ হয়েছে কবে,
জীবন শকটে কত কাজ,কত টেনশন কীভাবে আর চুল রবে।
শিরাধমনী আর ঠিক মতো রক্তসঞ্চারকের কাজ করে না,
হৃদস্পদনও আজ ঠিকমতো হয় নাস্মৃতিশক্তি একেবারে পেয়েছে হ্রাস,
এখন সবকিছু যাই ভুলে,মাঝে মাঝে মনে জাগে ত্রাস।
এখন শুধু মৃত্যুর প্রহর গুনি,বিছানাতে শুয়ে,
এই বুঝে দেহ আমার পড়ে গেলো নুয়ে।