আজিকে জামাইষষ্ঠী

 

 

আজিকে জামাইষষ্ঠী

-লক্ষ্মণ ভাণ্ডারী

 

জামাইষষ্ঠী আজিকে ধূম হয় ভারি,

আসিবে জামাতা তাই ব্যস্ত সারাবাড়ি।

বাড়িঘর ছিম-ছাম কত আয়োজন,

শুভক্ষণে জামাতার হয় আগমন।

 

ইলিশের মাথা দিয়ে সুস্বাদু ব্যঞ্জন,

বিবিধ মিষ্টান্ন দ্রব্য না যায় বর্ণন।

রাজভোগ সীতাভোগ মিহিদান আর,

চিনি পাতা মিষ্টি দই হরেক প্রকার।

 

আম কলা কাঁঠালের ভেসে আসে গন্ধ,

তাই নিয়ে তিন শালী অধিক আনন্দ।

হেসে হেসে বসে এসে জামাতার পাশে,

জামাই-বাবুকে তারা অতি ভালবাসে।

 

সারাদিন হাসি খুশি আনন্দ সবার,

আগামী বর্ষের তরে প্রতীক্ষা আবার।

0.00 avg. rating (0% score) - 0 votes