ঈদের ছড়া

 

রমজান মাসের শেষে আসে পবিত্রতম ঈদের উত্সব। এই উত্সব জাতীয় জীবনে সর্বাঙ্গীন। তাই এই উত্সবে ধনী দরিদ্র নির্বিশেষে সকলেই সমবেত হয় পবিত্র ঈদগাহে। সমবেতভাবে নমাজ পড়ে সকলেই। নমাজ শেষে সকলেই ঈদ মোবারক বলে কোলাকুলি করে এক অপরকে আলিঙ্গন করে। আল্লাহ হো আকবর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়।

এই পবিত্রতম ঈদ দিবসে বাংলা কবিতা আসরের প্রতি-প্রত্যেকে সবাইকে জানাই আমার পবিত্রতম ঈদের
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর ভালবাসা। সাথে থাকুন, পাশে রাখুন।
শুভকামনা রইল অবিরাম।জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

 

 

ঈদের ছড়া

-লক্ষ্মণ ভাণ্ডারী

 

প্রতি বছর রমজান মাসে,

মাসের শেষে ঈদ আসে।

এসেছে ঈদ বছর পরে,

ঈদের খুশি সবার তরে।

 

মসজিদে আলোর বাহার,

আজকে ঈদে খুশি সবার।

নতুন পোশাক পরে সবে,

আজকে রাতে চাঁদ উঠবে।

 

ঈদের খুশি ভুবন ময়,

কররো মোরা বিশ্বজয়।

হিংসা ঘৃণা নয়কো ভাই,

আনন্দে সবে নাচি তাই।

 

ঈদ মোবারক সবাই বলে,

হিংসা বিদ্বেষ সকল ভুলে।

মসজিদেতে নমাজ পড়ে,

খুশির জোয়ার ধরণী পরে।

 

খুশির রঙে মাতলো ভুবন,

খুশিতে ভরে সবাকার মন।

আজকে ঈদে খুশির দিনে,

খুশির জোয়ার মনে প্রাণে।

0.00 avg. rating (0% score) - 0 votes