তুমি ছলনাময়ী

তুমি!
আমার সরলতার সুযোগে,
আমাকে শুধু ব্যবহার
করেছো তোমার
নিত্য প্রয়োজনে।

ভালোবাসার মিথ্যা অভিনয়ে
বারবার আমাকে,
ভালোবাসা’র স্বপ্ন দেখাতে।
সেই মিথ্যা স্বপ্নে’র
বিভোরে পড়ে
বারবার, পাগলের মত বলেছি
প্রিয়,আমি তোমাকে
অনেক অনেক বেশি ভালোবাসি!
জানি নি!
বুঝি নি!
তোমার মিথ্যা অভিনয়।
জানলে আর বুঝলে
কোন দিন বলতাম না
“আমি তোমাকে ভালোবাসি”
অনেক অনেক বেশি
ভালোবাসি প্রিয়,তোমায়।

0.00 avg. rating (0% score) - 0 votes