চতুরঙ্গ

১)
যাক’না মিলায়ে পথের রেখা
যদি কখনো হয়ে যায় দেখা,
মনের মধ্যে রেখনা লুকিয়ে
ভালবাসার ঐ নীল নালিশা।

২)
নাই’বা কাছে আসলে আবার
দূরে থেকেও খবর নিও,
আমার যাবার পথ মাড়িয়ে
ঝরে পড়া ফুলটিই দিও।

৩)
হোক’না কেবল নিখাদ আবেগ
উঞ্চ প্রেমের বলিদানে,
এক জনম সব ভালবাসার
ব্যর্থ সকল প্রতিদানে।

৪)
তব দোষে আমার সাজা
মানছি আমার সম্মতি,
স্বেচ্ছা বরণ নির্বাসনে
ভুল মাশুলের বেসাতি।

0.00 avg. rating (0% score) - 0 votes