ব্যর্থ প্রেম

বাঁকা চাহনী 
হৃদয় ঘায়েল করে
হৃদয়ের কাছে হৃদয় হারিয়ে
গোপনে কেঁদে মরে!

একপেশে প্রেম
বিনাশ মুখের হাসি
অব্যক্ত প্রেমের আকুলি বিকুলি
ধ্বংস জীবনরাশি।

বিরহ কেবল
নিংড়ে খায় দেহমন
ঘুণপোকা যেমন কাটে অবিরত
অদৃশ্য আন্ত দহন।

ব্যর্থ জীবন
হতাশার এক চাদর
উল প্রলেপের ভাঁজে ভাজে
কষ্ট কাঁটার আদর।

প্রত্যাখ্যাত প্রেম
দুঃখের নীল সাগর
তীব্র স্রোতের ধারায় ক্লান্ত
খুঁজে একটু আদর।

0.00 avg. rating (0% score) - 0 votes