দ মানে
ঈদ মানে সাম্য, ভ্রাতৃত্বের বন্ধন
ঈদ মানে খুশি, হৃদয়ের স্পন্দন।
ঈদ মানে আনন্দ, দুঃখ ভুলার দিন
ঈদ মানে সকলে, কেউ কারো’না ভিন।
ঈদ মানে উৎসব, নাই ভেদা-ভেদ
ঈদ মানে মানবিক, হিংসা শিরোচ্ছেদ।
ঈদ মানে একতা, ঈদ মানে শান্তি
ঈদ মানে মমতা, মাফি ভুল ভ্রান্তি।
ঈদ মানে ঐক্যতান, হাসিমাখা মুখ
ঈদ মানে আলোকিত, অনাবিল সুখ।
ঈদ মানে জাগরন, আগামী সুদিন
ঈদ মানে পুরোদেশ, রংধনু রঙ্গীন।
ঈদ মানে সৌহার্দ, নাই কোন ক্লান্তি
ঈদ মানে স্থাপিত, এক বিশ্ব শান্তি।